05/05/2025 সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই
odhikarpatra
১৪ মার্চ ২০২৫ ০৩:৫৩
সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২৯২৫, দীর্ঘ এক সপ্তাহ ধরে ঢাকার শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক নিউরোসার্জারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। আজ সকাল থেকেই তাঁর অবস্থার চূড়ান্ত অবনতি ঘটতে শুরু করে এবং রাত ১০.৪৫ মিঃ বিশেষজ্ঞ চিকিৎসকগণ অফিসিয়ালি তাঁকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল সকাল ১১.৩০টায় ঢাকার গ্রীন রোড এলাকায় ৭৪ নং নর্থ রোড বায়তুল আকসা মসজিদে (ভূতের গলি) তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জুম্মা ধানমন্ডির (সাত মসজিদ রোড, সড়ক ৭/এ) ঈদগাহ মসজিদে।
এরপর আজিমপুর গোরস্তানে তাঁর বাবা-মায়ের কবরে তাঁকে দাফন করা হবে।
সবাইকে এতে অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত ও তাঁকে বেহেশতবাসী করার জন্য মহান আল্লাহতায়ালার কাছে মোনাজাতে অংশ নিতে বিনীত অনুরোধ জানাচ্ছি।