05/07/2025 সানেমের তৃতীয় বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন শুরু : রাজনৈতিক কারণে দক্ষিণ এশীয়ায় আঞ্চলিক বাণিজ্য বাড়ছে না
Mahbubur Rohman Polash
১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৯
রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ এশীয়ায় আঞ্চলিক বাণিজ্য বাড়ছে না বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এছাড়া আমলাতন্ত্রও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে আছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘বাণিজ্য বাড়াতে এশিয়ান হাইওয়ে ও এশিয়ান রেলওয়ে খুবই ভাল ধারনা ছিল।আঞ্চলিক যৌথ উদ্যোগের সফলতা ও ব্যর্থতা যা হয়েছে-তা রাজনৈতিক কারণে হয়েছে। এজন্য এখন অনেক দেশ আঞ্চলিক উদ্যোগে না গিয়ে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করছে। তবে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি,ভ্যালু চেইন সৃষ্টি ও আঞ্চলিক চ্যালেঞ্চগুলো মোকাবেলা করা গেলে বাণিজ্য বাড়বে।’
রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত দু’দিনব্যাপী বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের প্রথম দিনে ‘বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক কাঠামো ও বাণিজ্যের নতুন চ্যালেঞ্জ’ বিষয়ক অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এই অধিবেশনের অন্যতম আলোচক ছিলেন বিমসটেকের মহাসচিব রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান।
মহাখালীর ব্র্যাক সেন্টারে দেশ-বিদেশের অর্থনীতিবিদ ও গবেষকদের অংশগ্রহণে আজ এ সম্মেলন শুরু হয়েছে। তৃতীয়বারের মতো সানেম এই সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘লিভ নো ওয়ান বিহাইন্ড ইন সাউথ এশিয়া’।
শ্রীলংকার অর্থনীতিবিদ ড. সামান কেলেগামার স্মৃতির উদ্দেশ্যে সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে।এখানে গবেষকরা উপস্থাপন করবেন সর্বমোট ২৭টি গবেষণা প্রবন্ধ; সেইসঙ্গে অর্থনীতিবিদগণ বিভিন্ন অধিবেশনে আলোচনায় অংশ নেবেন।
এছাড়াও প্রতিটি সেশনের উন্মুক্ত আলোচনায় অংশ নিচ্ছেন অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অংশে ‘অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিতকরণে রাষ্ট্রের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের অধ্যাপক কুনাল সেন।এরপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. কেএএস মুরশিদের বক্তব্যের শিরোনাম ছিল ‘বৈষম্যের উৎসমূল’।
সানেমের চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী সেশনের শেষ অংশে ‘ডিলস এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
উদ্বোধনের পর একই সময়ে গবেষকরা তিনটি ভিন্ন অধিবেশনে তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে ‘অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদন ক্ষমতা’ সেশনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল।
‘পুঁজিবাজার ও বিনিয়োগ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সাল আহমেদ এবং আলোচনায় অংশ নেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. মনজুর হোসাইন।
তৃতীয় সেশনে ‘সুশাসন ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো’ শিরোনামের আলোচনায় ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।
মধ্যাহ্ন বিরতির পর সানেম ও যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইফেক্টিভ স্টেটস অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্টের (ইএসআইডি) যৌথ উদ্যোগে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।-খবর বাসসের