05/06/2025 রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলায় ৩ জন নিহত
odhikarpatra
৫ মে ২০২৫ ১৯:৪৩
রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুর্স্কে সোমবার ইউক্রেনীয় হামলায় তিনজন নিহত হয়েছেন। কুর্স্কের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন এএফপিকে একথা জানিয়েছেন।
রাশিয়া গত মাসে বলেছে, কিয়েভ আকস্মিক আন্তঃসীমান্ত অনুপ্রবেশে কয়েক ডজন গ্রাম দখল করার কয়েক মাস পর তারা উত্তর কোরিয়ার সৈন্যদের সহায়তায় পশ্চিমাঞ্চল সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেছে।
কুর্স্কের গভর্নর তার এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘একটি ইউক্রেনীয় এফপিভি-ড্রোন একটি লাডা লারগাস গাড়িতে হামলা করেছে... হামলায় দুই নারী নিহত হয়েছেন।
খিনস্টাইন আরও বলেন, আরেকটি পৃথক ঘটনায় একটি বিস্ফোরক ডিভাইস ফেলে দেওয়া হলে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়িতে নিহত হন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর শুরু করা তিন বছরের সংঘাতে রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসকারী বেসামরিক নাগরিকরা নিয়মিতভাবে উভয় পক্ষের ড্রোন হামলা ও কামানের গোলার আঘাতে নিহত হচ্ছেন।