05/06/2025 ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনের আহ্বান রাশিয়ার
odhikarpatra
৫ মে ২০২৫ ২০:১৭
ভারত-শাসিত কাশ্মীর অঞ্চলে গত মাসে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে বর্ধমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে রাশিয়া।
সোমবার ক্রেমলিন এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। এতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে অব্যাহত হুমকি ও পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে উত্তেজনা বিরাজ করছে।
মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা আশা করি, উভয় পক্ষই এমন পদক্ষেপ নেবে, যা উত্তেজনা কমাবে। সীমান্তে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।
বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে বলেন, মস্কো ও দিল্লির মধ্যে ‘বিশেষ মর্যাদাপূর্ণ অংশীদারিত্ব’ কোনো বাহ্যিক প্রভাবের অধীন নয়। এটি সকল ক্ষেত্রে গতিশীলভাবে বিকশিত হচ্ছে।
গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উভয় পক্ষের সঙ্গে ফোনে কথা বলার পর মস্কো বলেছে, তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে।
সোমবার পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
ভারতের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সোভিয়েত ইউনিয়নের সময় থেকে এখন পর্যন্ত রাশিয়া ভারতে বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ।
পেসকভ বলেন, ভারত আমাদের কৌশলগত অংশীদার। পাকিস্তানও আমাদের অংশীদার। আমরা দিল্লি ও ইসলামাবাদ উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ককে মূল্যবান বলে মনে করি।