05/22/2025 চট্টগ্রামের মেহেদীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
odhikarpatra
২২ মে ২০২৫ ০০:১৩
চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় রাস্তায় হাঁটার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে।
বুধবার (২১ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। নিহত জান্নাতুল ফেরদৌস জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত সিরাজের মেয়ে।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মেহেদীবাগ ১ নম্বর সড়কে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের ধারে একটি বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সৃষ্ট জলাবদ্ধতায় রাস্তায় হাঁটার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংস্পর্শে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, গত রোববার (১৮ মে) সকালে নগরীর চকবাজার থানার এম এম আলী রোডের বশরভিলায় বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত তারের স্পর্শে দুইজনের মৃত্যু হয়।