05/26/2025 গলাচিপায় ভূমি মেলা উদ্বোধন বর্ণাঢ্য রেলি -আলোচনা সভা
odhikarpatra
২৫ মে ২০২৫ ২০:৩১
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদের আলোকে-সারা দেশের ন্যায় গলাচিপ উপজেলা ভূমি অফিসের আয়োজনে-রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য বাদ্যযন্ত্র নিয়ে ব্যানার -প্লেকার্ড শোভা করে জনসচেতনতায় একটি রেল মিছিল বের করে। রেলি শেষে সরকারি কমিশনার ভূমি অফিস হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবাই সভাপতিত্ব ও ভূমি মেলা উদ্বোধন করেন পটুয়াখালী সদর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজুক রহমান রিফাত। বক্তব্য রাখেন গণধিকারের আয়বায়ক মোঃ হাফিজুর রহমান, জামাতের আমির মোঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, গণধিকারের সদস্য সচিব মোঃ জাকির মুন্সি।
অনুষ্ঠানে-বিভিন্ন এলাকার জনসাধারণ সমাজসেবক, গণমাধ্যম কর্মীসহ স্কুল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। সভায় সভাপতি বলেন ভূমি ব্যবস্থাপনা আদি যুগ থেকে ভূমিকর প্রদান সহ নানা জটিলতা দূর করতে বর্তমান সরকার-নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার স্বীকৃতি সহ অনলাইন সেবায় ভূমিকরসহ সকল প্রকার সেবা প্রদান করা হয়। আগামী ৩০ জুন/২৫ পর্যন্ত ভূমি মেলা ও ভূমি সেবা কার্যক্রম চলবে।
মো নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী