07/19/2025 পলাশবাড়ীর কৃতি সন্তান ইউসুফ আল কারযাভী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি নির্বাচিত
Mahbubur Rohman Polash
১৮ জুলাই ২০২৫ ২১:৫৮
পলাশবাড়ীর কৃতি সন্তান ইউসুফ আল কারযাভী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি নির্বাচিত
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন পলাশবাড়ীর কৃতি সন্তান মোহাম্মদ ইউসুফ আল কারযাভী।
১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রশিবির দায়িত্বশীলরা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তারা আরো জানান ২০২৫ ইং সেশনে ইউসুফ আল কারযাভী সেক্রেটারী হিসেবে মনোনীত করে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে মোহাম্মাদ ইউসুব আল কারযাভী জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
ইউসুব আল কারযাভী পলাশবাড়ী উপজেলার পৌর শহরের মহেশপুর গ্রামের মুনছুর আলীর ছেলে।এলাকায় সে নম্র ভদ্র বিনয়ী ও মেধাবী একজন ছাত্র সংগঠক হিসেবে বেশ পরিচিত।