08/28/2025 স্পেনকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান নির্মাতা পেদ্রোর
odhikarpatra
২৭ আগস্ট ২০২৫ ২৩:৪৫
অস্কারজয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার আজ বুধবার গাজা যুদ্ধকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে স্পেন সরকারকে ইসরাইলের সঙ্গে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘অল অ্যাবাউট মাই মাদার’ চলচ্চিত্রের জন্য সুপরিচিত এই পরিচালক ইনস্টাগ্রামে নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে অন্যান্য ইউরোপীয় নেতাদেরও একই পদক্ষেপ নেওয়ার জন্য রাজি করাতে তিনি পেদ্রো সানচেজের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন কূটনৈতিক, বাণিজ্যিকসহ ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। গাজার জনগণের বিরুদ্ধে সারাবিশ্বের মানুষের চোখের সামনে সংঘটিত এই গণহত্যার বিরুদ্ধে ঘৃণার প্রতীক হিসেবে এ পদক্ষেপ নিতে হবে।’
গাজা ইস্যুতে ‘নীরবতার’ বিরুদ্ধে আলমোদোভার গত মে মাসে কান চলচ্চিত্র উৎসব চলাকালে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে একটি চিঠিতে স্বাক্ষর করেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকার গাজায় ইসরাইলের অভিযানের অন্যতম কড়া সমালোচক।
২০২৪ সালের মে মাসে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং সানচেজ ২০২৫ সালের জুনে এই সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যায়িত করেন। তবে স্পেন এখনো ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি।