05/05/2025 বিএনপি নেতাকে নিয়ে অনুষ্ঠান করলেন এটর্নি জেনারেল
Mahbubur Rohman Polash
২৪ মার্চ ২০১৮ ২৩:০৪
আজ ২৪-০৩-২০১৮ ইং তারিখে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং মাধ্যমিক স্কুলে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন রাষ্টের সর্ব উচ্চ আইন কর্মকর্তা জনাব মাহাবুবে আলম অর্থাৎ (এটর্নি জেনারেল) সরকার পরিচালনা করছেন বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী মানবতার মা শেখ হাসিনা তাহলে এটর্নি জেনারেল জনাব মাহাবুবে আলম এর ডান পাশে মঞ্চে বসা সাবেক জাতীয় পার্টির নেতা বর্তমানে মুন্সীগঞ্জ জেলা বি এন পির সহ সভাপতি আজাহার। তা হলে কি দাড়াল তিনি কাহাদের সাথে নিয়ে চলছেন এই আজাহার বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতা জনাব সৈয়দ নজরুল ইসলাম জনাব তাজউদ্দিন আহমেদ জনাব এ এইচ এম কামরুজ্জামান কেপ্টেন অবঃ প্রাপ্ত জনাব মুনসুর আলী কে ১৯৭৫ সনের ০৩ রা নবেম্বরঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যর কুখ্যাত আসামী শাহ্ মোয়াজ্জেম এর সহযোগী হিসাবে কাজ করতেন এখনো তাই করছেন।