05/05/2025 হটেস্ট সুন্দরী সানি নয় নেটদুনিয়ার হটেস্ট অনুষ্কা
Mahbubur Rohman Polash
২৫ মার্চ ২০১৮ ০৬:৩৪
সানি নয়, নেটদুনিয়ার হটেস্ট সুন্দরী কিন্তু
নতুন বছরটা বেশ দিব্যি কাটছে অনুষ্কা শর্মার৷ সদ্য মুক্তি প্রাপ্ত ‘পরী’ বক্স-অফিসে বেশ সাড়া ফেলেছে, পাশাপাশি তার আপকাপিং দুটি ছবির কাজও চলছে জোরকদমে৷ অন্যদিকে আবার বিবাহিত জীবনও বেশ সুখেই কাটছে অনুষ্কার৷ এরই মাঝে নায়িকার ঝুলিতে এল একটি নয়া খেতাব৷
সম্প্রতি একটি গ্লোবাল টেকনোলজি সংস্থা প্রকাশ করল সোশ্যাল মিডিয়া সবথেকে আকর্ষিত এবং প্রভাবশালী সেলিব্রিটিদের তালিকা৷ মূলত ফেসবুক, ট্যুইটার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিউজের ট্রেন্ড দেখেই এই তালিকা প্রকাশ করল সংস্থা৷ ট্রেন্ড অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে এই সুন্দরীর নাম৷
অনুষ্কার প্রাপ্ত স্কোর হল ৭১.৯১ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ তার প্রাপ্ত স্কোর ৫০.৩৪, তৃতীয়তে রয়েছেন দীপিকা পাডুকোন৷ প্রাপ্ত স্কোর ৪০.০৯, এবং চতুর্থ কঙ্গনা রানাওয়াত৷ প্রাপ্ত স্কোর ৩১.৭৮৷