05/05/2025 লৌহজং, মুন্সীগঞ্জ এ আলোকস্বজ্জা ও আতশবাজি অনুষ্ঠান
Mahbubur Rohman Polash
২৭ মার্চ ২০১৮ ০২:১৭
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায়
== আলোকস্বজ্জা ও আতশবাজি অনুষ্ঠান ==
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় মুন্সিগঞ্জ জেলার ,লৌহজং উপজেলাধীন হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে আজ ২৬ শে মার্চ রাত ৭:৩০ মিনিট। এক মনোমুগ্ধকর আলোকস্বজ্জা ও আতশবাজির আয়োজন করে হলদিয়া ইউনিিয় আওয়াাামীলীগ।
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
আতশবাজি শুরুর প্রাক্কালে অনুষ্ঠানটি পরিকল্পনাকারি মোঃ সাজ্জাদুর রহমান শিপন কে ধন্যবাদ দিয়ে এমিলি বলেন শেখ হাসিনার এ সাফল্য ধারাবাহিকতা ধরে রাখতে হবে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিলেন। কিন্তু মাত্র তিন বছরের মধ্যেই ৭৫ এর ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে সবকিছু পাল্টে যেতে থাকে। এরপর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সরকার গঠনের পর বেশকিছু উন্নয়নমূলক কাজ হয়েছিল,
যা আবার থেমে থাকে ২০০৮ পর্যন্ত। আর এখন ২০১৮ তে এসে খুবই তৃপ্তির সাথে উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে ‘উন্নয়ন’ কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তা অব্যাহত রাখার বিষয়টি বাধা-বিপত্তির ‘দুর্গমগিরি’ অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেছেন ‘আমাদের উন্নয়নটা হচ্ছে সার্বিকভাবে সব জনগণের জন্য। আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষের জন্য। আমরা প্রতিটি গ্রামকে দারিদ্র্যমুক্ত করতে চাই; চলাফেরার জন্য রাস্তাঘাট উন্নত করতে চাই। উন্নয়ন মানে হচ্ছে জনগণের উন্নয়ন। গ্রামের মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়ন। এই উন্নয়ন হচ্ছে সার্বিকভাবে (দেশকে) বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে।’
সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন উন্নয়ন এ ধারাকে ধরে রাখতে হলে নৌকার সরকার কে আবার ক্ষমতায় আনতে হবে, আপনারা আমাকে তিনবার এমপি হিসাবে সংসদে পাঠিয়েছেন আমি আমার সাধ্যমত লোহজং টংঙগীবাড়ীর উন্নয়নকাজ করে আল্লাহ্ চাইলে আরো করবো আপনার চোখ কান খোলা রাখবেন
অনুষ্ঠান সভাপতিত্ব করেন :
হাজী আব্দুস সালাম খান।
পরিচালনায়-
মোজাম্মেল হোসেন চেয়ারম্যান, হলুদিয়া ইউনিয়ন পরিষদ।
সার্বিক তত্বাবধানে মোঃ সাজ্জাদুর রহমান শিপন।
সময়ঃ আজ ২৬ শে মার্চ রাত ৭:৩০ মিনিট।
আয়োজনেঃ হলুদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, লৌহজং, মুন্সীগঞ্জ।