11/29/2025 ঢাকা পর্বে টাইব্রেকারে হার ঢাবির; সিজানের জোড়া গোল, রাহুলের সেভ—নর্থ সাউথ ও গণ বিশ্ববিদ্যালয়ের দুর্দান্ত সূচনা
odhikarpatra
২৮ November ২০২৫ ২১:১০
ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা আঞ্চলিক পর্ব রীতিমতো রুদ্ধশ্বাস লড়াইয়ে জমে উঠেছে। উদ্বোধনী ম্যাচেই বিদায় নিতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি)। সাভারের বিরুলিয়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে নির্ধারিত ৭০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪–৩ গোলে জয় তুলে নেয় প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়।
ম্যাচে দুইটি দুর্দান্ত সেভ এবং টাইব্রেকারে একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি ঠেকিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক মো. রাহুল হোসেন হন দলের জয়ের নায়ক। ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তাঁর হাতেই।
নর্থ সাউথ ইউনিভার্সিটি দিনটির দ্বিতীয় ম্যাচে চমৎকার শুরু করে। নবাগত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই নর্থ সাউথকে এগিয়ে দেন ফরোয়ার্ড শাহজালাল সিজান। যদিও পরের মিনিটেই সহ–অধিনায়ক নাজমুল হাসানের গোলে সমতায় ফেরে গ্রিন ইউনিভার্সিটি। তবে ৫৩ মিনিটে সিজানের সফল পেনাল্টি নির্ধারণ করে ম্যাচের ভাগ্য। জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার পান সিজান।
দিনের তৃতীয় ম্যাচে মাঠে আসতে পারেনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করায় খেলোয়াড়রা হলে ফিরতে বাধ্য হন। ফলে ২–০ ব্যবধানে ওয়াকওভার পায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, শফিকুল ইসলাম মানিক, আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামসহ আরও অনেকে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠ ও পরিবেশ নতুন সাজে সেজেছিল টুর্নামেন্ট উপলক্ষে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সারিবদ্ধ উপস্থিতি এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ আসরের ঢাকা পর্ব।