05/08/2025 স্কুল বাস দুর্ঘটনায় ভারতে ১১ শিশু নিহত, আহত ৭
Mahbubur Rohman Polash
২৬ এপ্রিল ২০১৮ ১৫:১০
উত্তর প্রদেশ রাজ্যে কেউ দায়িত্বে না থাকা ওই রেলক্রসিং পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
সিনিয়র পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার জানান,
তিনি জানান, আজ সকালে দ্রুতগামী একটি ট্রেন মনুষ্যহীন রেলক্রসিংয়ে স্কুলবাসকে ধাক্কা দিলে ১১ শিশু নিহত ও অপর সাতজন মারাত্মকভাবে আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, থাউই-কাপাতানগঞ্জ যাত্রীবাহী ট্রেনটি একটি স্কুলবাসকে অনেক জোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী নিহত হয় তাদের অধিকাংশের বয়স ১০ বছরের নিচে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেনটি সিওয়ান থেকে গোরাখপুরে যাচ্ছিল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ইয়োগি অদিতিয়ানাথ এ ঘটনায় নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ২ হাজার ৯শ ৯৪ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।