05/05/2025 সীতাকুন্ডের 'জঙ্গি আস্তানা' থেকে ১৫টি বোমা উদ্ধার
Admin 1
১৯ মার্চ ২০১৭ ১০:১৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় চারজন নিহত হয়, সেই বাড়ির একটি কক্ষ থেকে আজ ১৫টি বোমা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবারের ওই অভিযানের সময় পুলিশের গুলিতে এক নারীসহ মোট চার জন নিহত হয়।
এদের একজনের কোমরে বিস্ফোরক বাঁধা ছিল। পুলিশের গুলি লেগে তাতে বিস্ফোরণ ঘটলে আরো তিন জন নিহত হয়।
বাড়িটির চারটি কক্ষে আরো বিস্ফোরক থাকতে পারে - এই সন্দেহে তল্লাশির জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আনা হয়।
একটি কক্ষ থেকে ১৫টি বোমা ছাড়াও একটি ড্রাম ভর্তি তরল পদার্থ পাওয়া যায় - যা ঠিক কি তা পুলিশ বলছে না।
আগমীকাল আরো দুটি কক্ষে তল্লাশি চালানো হবে বলে মনে করা হচ্ছে।