05/06/2025 ভারতীয় যৌন আবেদময়ী নায়িকা বিদ্যাবালান খুব শীগ্রই মা হচ্ছেন।
Mahbubur Rohman Polash
৩ আগস্ট ২০১৮ ১৯:১৪
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান মা হতে চলেছেন! সম্প্রতি একটি ভিডিও ঘিরে এমনই গুঞ্চন ছড়িয়েছে বলিউডে।
ইনস্টাগ্রামে বিদ্যার ফ্যান পেজে শেয়ার হয়েছে ওই ভিডিওটি। সেই ভিডিওতে বিদ্যাকে দেখে অনেকেই মনে করছেন, বিদ্যার শরীরে ‘বেবি বাম্প’ স্পষ্ট। মা হতে চলেছেন বিদ্যা। যদিও বিদ্যার তরফ থেকে কিছুই জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এবেলা জানিয়েছে, ইরফান খানের নতুন ছবি ‘কারওঁয়া’র প্রি-রিলিজ পার্টিতে গিয়েছিলেন বিদ্যা। তার সঙ্গে ছিলেন তার স্বামী সিদ্ধার্থ রায় কাপূর। পার্টি থেকে বেরনোর সময়ে বিদ্যার যে ভিডিও তোলা হয়, সেই ভিডিও থেকেই যাবতীয় আলোচনার সূত্রপাত। ভিডিওতে বিদ্যা ও সিদ্ধার্থকে দেখা যায় ভূমি পেদনেকরের সঙ্গে কথা বলতে। ভিডিও দেখে অনেকেরই মনে হচ্ছে বিদ্যা সামান্য অস্বস্তিতে ভুগছেন। ভিডিওর শেষ দিকে বিদ্যাকে দেখা যায়, তার ওড়না দিয়ে শরীর আড়াল করতে। তলায় নেটিজেনদের কমেন্টে দেখা যায়, অনেকেই মনে করছেন বিদ্যা নিজের ‘বেবি বাম্প’ আড়াল করতেই এমন করছেন।
তবে বিদ্যা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো কথা বলেননি।