05/06/2025 বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম মহিলা হিসাবে ডা. সুসান গতির ব্যাচ পরিধান
Mahbubur Rohman Polash
১ অক্টোবর ২০১৮ ০৪:২১
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন ডা. সুসানে গীতি।
“মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে মহিলা অফিসারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপের আরও একটি নতুন দিগন্তের সূচনা হল।”
বাংলাদেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, সংসদ উপনেতার দায়িত্বেও নারীরা সমাসীন। এই সরকার আমলেই সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নারীদের দায়িত্ব পালন শুরু হয়।
তিনি একজন প্যাথলজি বিশেষজ্ঞ চিকিৎসক।
রোববার সেনা সদরদপ্তরে তাকে মেজর জেনারেল পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক।
এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া ডা. সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগদান করেন।
তিনি ১৯৯৬ সালে প্রথম নারী চিকিৎসক হিসেবে হেমাটোলজি’তে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন।
এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, তার স্বামী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদও একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।