05/06/2025 আইপিইউ এসেম্বলীতে অংশ নিতে স্পিকারের জেনেভায় যাত্রা
Mahbubur Rohman Polash
১৪ অক্টোবর ২০১৮ ১৭:১৭
অধিকারপত্র ডেক্স: ১৩৯তম ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলীতে অংশ নিতে আজ জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ এসেম্বলী অনুষ্ঠিত হবে।
এবারের এসেম্বলীর মূল প্রতিপাদ্য ‘শান্তি প্রতিষ্ঠায় সংসদে বিজ্ঞান ভিত্তিক নীতিমালা প্রণয়ন।’
এবারের এসেম্বলীতে বিভিন্ন দেশের ১৩শ’ এর অধিক সংসদ সদস্য অংশ নিচ্ছেন। এসেম্বলীতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ,যৌন হয়রানী বন্ধ, মানিবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুারুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এসেম্বলীতে অংশ নিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হলেন হুইপ ইকবালুর রহিম এমপি, মো. আব্দুল কুদ্দুস এমপি,এ বি তাজুল ইসলাম এমপি,মমতাজ বেগম এমপি, মো. হাবিবে মিল্লাত এমপি,কে.এইচ আজিজুল হক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি,কামরুল লাইলা জলি এমপি, নাভানা আক্তার এমপি, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ।
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
সফরশেষে আগামী ১৮ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।