05/06/2025 ফেসবুকে যুক্ত হলো নতুন ফিচার
Mahbubur Rohman Polash
২৭ অক্টোবর ২০১৮ ১৮:২৩
প্রতি মাসে দুই মিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। সামাজিক এই যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তাকে ধরে রাখতে নতুন নতুন ফিচার যোগ করে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি ফিচার।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ‘ফেসবুক স্টোরিতে’ শেয়ার করা ছবি ও ভিডিওতে পছন্দের গান যোগ করতে পারবেন৷ শিগগিরই নিউজ ফিডেও ফিচারটি পাওয়া যাবে৷
এছাড়া কিছু দিনের মধ্যেই ব্যবহারকারীরা নিজের প্রোফাইলের মধ্যেই গান অ্যাড করার সুযোগ পাবেন৷ ইতোমধ্যে ইন্সট্রাগ্রামে এ সুবিধা পাওয়া যাচ্ছে৷ একই ধাঁচে ফেসবুকেও কাজ করবে এই মিউজিক ফিচার৷