05/09/2025 আইন অনুযায়ী বেগম জিয়া নির্বাচনের অধিকার হারিয়েছে- শ ম রেজাউল করিম
Mahbubur Rohman Polash
১৫ নভেম্বর ২০১৮ ১৪:৩৩
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেছেন, নির্বাচন জানুয়ারীতে হলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, তবে সাংবিধানিক সংকটের ভিতরে পড়ে যাবে। আমাদের দল আওয়ামী লীগ মনে করে, পর্যাপ্ত সময় থাকা অবস্থায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। ডিবিসি টেলিভিশনের ‘সংবাদ সম্প্রসারণ’ টকশোতে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, নয়াপল্টনে পুলিশের গাড়ীর উপরে উঠে বিএনপির নেতা কর্মীরা কিভাবে ভাংচুর করেছে তা সবাই দেখেছে। বিএনপির কোনো নেতা কি এসে তাদের এই ভাংচুর অগ্নিসংযোগ থেকে বিরত থাকতে বলেছে। বরং এই জাতীয় ঘটনাকে তারা উচ্ছাসের সাথে করেছেন। আমাদের দেশের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান । সেখানে বলা আছে, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত কারণে ২ বছরের অধিক কারাদণ্ডে দণ্ডিত হন এবং তিনি মুক্তি লাভ করার পাঁচ বছর যদি অতিক্রম না হয় তাহলে তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচন করার জন্য অযোগ্য হবেন।
তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার যে মামলায় সাজা হয়েছে, আমি হাইকোর্টের মামলা এবং ট্রায়ালকোর্টের মামলা দুটিকে একত্রিত করে যদি বলি; তাহলে আামাদের সংবিধানের বিধান অনুসারে জাতীয় সংসদের সদস্যপদে নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়ার উপযুক্ততা এই অবস্থায় নেই। সূত্র: ডিবিসি টেলিভিশন