05/05/2025 বিএনপির সবাইকে জেলে ভরে রাখা উচিত- জয়
Mahbubur Rohman Polash
১৫ নভেম্বর ২০১৮ ১৮:০৯
অধিকারপত্র ডেক্স: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দলটির সব নেতাকর্মীকে জেলে ভরে রাখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার ওই সংঘর্ষের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে জয় এ মন্তব্য করেন। জয় তার স্ট্যাটাসে বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতাও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা ২০১৩ ও ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষদের জীবন্ত পুড়িয়েছিল।
বিএনপিকে কোনো দিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান ফেডারেল আদালতও একই কথা বলেছে একাধিকবার। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত।’