12/15/2025 শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে না পারলে বাংলাদেশে গতি হারাবেঃ ইসমাইল চৌধুরী সম্রাট
Mahbubur Rohman Polash
১১ December ২০১৮ ১৯:২৯
যুবলীগের প্রতিটি কর্মীর এখন থেকে ৩০ শে ডিশেম্বর পর্যন্ত নৌকার পক্ষে কাজ করাই একমাত্র কাজ
আজ ঢাকা ০৭ আসনের মহাজোট প্রার্থী হাজি সেলিম এমপি কে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ১৩ ওয়ার্ডে কর্মীদের এক মতবিনিময় সভায় ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, রাস্ট্র নায়ক শেখ হাসিনা কে আবারো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইলে নৌকার প্রার্থী কে যে কোন মূল্যে বিজয়ী করতে হবে আর এজন্য ঢাকা ০৭ হাজি সেলিম এমপির হাত কে শক্তিশালী করার জন্য আমাদের সব বিভেদ ভূলে, হাজি সেলিম কে বিজয়ী করা যুবলীগের দায়িত্ব, সাভায় সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোঃ সেলিম এমপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা
সহ সভাপতি, মাইনুদদিন রানা,সোহরাব হোসেন সপন,আানোয়ার হোসেন সানটু, নাজমুল হোসেন টুটুল,ছারোয়ার হোসেন মনা ,মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ , এনামুল হক আরমান,যুগ্ম সম্পাদক জাফর হোসেন রানা,সাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, উপ সমপাদক, সুজা উদদীন হারুন, হরেন ননদী, দেলোয়ার হোসেন, পল্লব, পার্থ প্রমুখ।