05/06/2025 তৃতীয় পক্ষের হাতে ৬৮ লাখ ফেসবুক গ্রাহকের ছবি
Mahbubur Rohman Polash
১৫ ডিসেম্বর ২০১৮ ১৯:৫১
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফেসবুকের। একের পর এক তথ্যচুরির ঘটনা লেগেই আছে প্রতিষ্ঠানটির। এবার ৬৮ লাখ ফেসবুক গ্রাহকের ছবি তৃতীয় পক্ষের হাতে গেছে। মূলত সফটওয়্যার ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে জানায় ফেসবুক।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রাহকদের ছবিতে প্রবেশ করেছে বেশকিছু অ্যাপ। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসের ১২ দিন ছবিতে প্রবেশ করেছে ওই অ্যাপগুলো। ফলে এগুলো তৃতীয় পক্ষের হাতে গেছে এবং যেকোনও সময় উন্মোচিত হতে পারে।
শুধু টাইমলাইনের ছবিই তৃতীয় পক্ষের হাতে যায়নি, এর বাইরের ছবিও গেছে। অর্থাৎ গ্রাহকদের ইনবক্সের ছবিতেও প্রবেশ করেছে অ্যাপগুলো। এতে অনেকের ব্যক্তিগত ছবিও ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেসবুক বলছে, গ্রাহকরা প্রায়ই বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে। এসব অ্যাপকে ছবিতে প্রবেশের অনুমতি দিলেও আমরা সাধারণত ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতেই প্রবেশাধিকার দেই। কিন্তু এক্ষেত্রে ত্রুটির কারণে টাইমলাইনের বাইরের ছবিতেও প্রবেশ করতে পেরেছে অ্যাপগুলো।
বলা হচ্ছে, প্রায় ১ হাজার ৫০০ অ্যাপ এমন ত্রুটির মাধ্যমে ব্যবহারকারীদের ছবিতে প্রবেশ করেছে। অবশ্য এক্ষেত্রে কিছুটা আশার বাণী শুনিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলছে, আক্রান্ত অ্যাপগুলোকে সাহায্য করছে তারা যেন গ্রাহকদের ছবিগুলো মুছে দেয়।