05/06/2025 দুর্ণীতিবাজদের ধরে ধরে বিচার করতে হবে"-সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান।
gazi anwar
৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫১
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন,"বিশ্বের দুর্ণীতিগ্রস্ত কোন দেশই উন্নতির শিখরে পৌছতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে বদ্ধ পরিকর।এজন্য তিনি আগামী দিনগুলোতে উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন।২০৪১ সালের মধ্যেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে চান। আর বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিনত করতে তিনি দেশ থেকে দুর্ণীতি নামক দানবকে চিরতরে বিদায় দিতে মাঠে নেমেছেন,আমাদেরকেও (মন্ত্রিপরিষদ কে) সে নির্দেশনাই দিয়েছেন।প্রধানমন্ত্রী দেশকে ধুয়েমুছে পরিষ্কার করতে পারলে আমরা অন্তত তাকে (প্রধানমন্ত্রী) পানিটুকু তো এগিয়ে দিতে পারবোই। সুতরাং আমার মন্ত্রণালয়ের কোন কর্মকর্তার কোন ধরনের দুর্ণীতি পেলে তার আর কোন রক্ষা থাকবে না। দুর্ণীতিবাজ কর্মকর্তাদের ধরে ধরে বিচার করা হবে।দেশ থেকে দুর্ণীতি বিদায় করতে পারলে আগামী পাচ বছরে বাংলাদেশ নিঃসন্দেহে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে।"
গত ৩ ফেব্রুয়ারি, সকালে রাজধানীর আগারগাঁও এ সমাজসেবা অধিদপ্তরে অধিদপ্তর কর্তৃক নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী,প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ সচিব কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন,"সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা রয়েছে।আমাদের সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।"
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মত একটি মন্ত্রণালয়ের সাচিবিক দায়িত্ব লাভ করায় নিজের আত্মতৃপ্তির কথা জানান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবার কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, সমাজসেবা অধিদপ্তরের সকল দপ্তরের পরিচালক,অতিরিক্ত পরিচালক,উপ পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।