05/05/2025 মমতা দিদি প্রতিবছরই আমাকে উপহার পাঠান : নরেন্দ্র মোদি
Mahbubur Rohman Polash
২৫ এপ্রিল ২০১৯ ১৭:০৮
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছরই তাঁকে নতুন নতুন মিষ্টি পাঠান। বিষয়টি জানার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে বছরে দু-একবার করে মিষ্টি পাঠানো শুরু করেন।
বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে মোদি এসব তথ্য জানান। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে। মোদি বলেন, ‘জনগণ অবাক হবে এবং নির্বাচনের মৌসুমে এটা বলা উচিতও হবে না, তারপরও বলি, মমতা দিদি প্রতিবছরই আমাকে উপহার পাঠান। তিনি এখনো আমাকে বছরে দু-একটা কুর্তা পাঠান, যেগুলো তিনি নিজে পছন্দ করে কেনেন।’
প্রধানমন্ত্রী না হলে কী করতেন? অরাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মোদির জবাব, প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তিনি কখনোই ভাবেননি। একসময় তিনি সন্ন্যাসী অথবা সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তবে এটা সত্যি, সেই সময় একটি সাধারণ চাকরি পেলেই তাঁর মা খুব খুশি হতেন।
বিরোধী দলের মধ্যে তাঁর কোনো বন্ধু আছে কি না? উত্তরে মোদি বলেন, ‘হ্যাঁ, বেশ ভালো বন্ধু রয়েছে। এমনকি আমরা নিজেদের খাবারও ভাগ করে খাই।’