05/09/2025 মহান মে দিবস উপলক্ষে ইছাপুরা কেপিএল কুয়ালাবাড়ি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
odhikar patra
১ মে ২০১৯ ১৬:০৬
সিরাজদিখান প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে ইছাপুরা কেপিএল কুয়ালাবাড়ি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
বুধবার সকাল ১১ টায়. ইছাপুরা হাসপাতাল সংলগ্ন কুয়াআলা বাড়ির মাঠে ইছাপুরা তরুণ ও যুব সমাজের আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী।
টুর্ণামেন্ট উদ্বোধন করেন ইছাপুরা ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক,
মোঃ আল ইসলাম হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন,সিরাজদিখান উপজেলা যুবলীগের সদস্য, তৌহিদ খান সম্রাট। ইছাপুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ঢালি, ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মোকশেদ আলম মৃধা, সহ সভাপতি নাজমুল হোসেন নান্টু, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, ইছাপুরা ৪ নং ওয়ার্ড সভাপতি মিরাজ চাকলাদার ও প্রমুখ।
উদ্বোধন খেলায় সুখন চৌধুরী বলেন দেশের মাদক ইভটিজিং ধর্ষণ রুখতে হলে তরুণ যুবকদের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে, আর বলেন
তরুণরাই দেশের চালিকা শক্তি এই তরুণ শক্তিকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন মুলুক কাজে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করেন।