05/09/2025 জায়েদের অভিষেক উইকেট বালবার্নি
Akbar
১৫ মে ২০১৯ ১৭:৫৮
ক্রীড়া, ১৫ মে (বাংলাপ্রেস):অ্যান্ডি বালবার্নিকে আউট করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম সাফল্য পেলেন আবু জায়েদ রাহী।
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম সাফল্য পান বাংলাদেশ দলের এই তরুণ পেসার।
ফিরিয়ে দিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যান্ডি বালবার্নিকে।
খরুচে বোলিং করা আবু জায়েদ সাফল্য পেলেন শর্ট বলে। শরীরের কাছে থাকা বল ঠিক মতো খেলতে পারেননি বালবার্নি। সহজ ক্যাচ গ্লাভসে জমান মুশফিকুর রহিম।
২০ বলে চারটি চারে ২০ রান করে ফিরেন বালবার্নি।
শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা পল স্টার্লিংয়ের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
গত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় জায়েদের। প্রথম ম্যাচে ৫৬ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি জায়েদ।
বুধবার ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে ২৩ রানে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ২১ ওভারে ১০১/২
প্রথম আঘাত রুবেলের
প্র্যাকটিস ম্যাচ খেললেও চোটের কারণে চলতি ত্রিদেশীয় সিরিজে প্রথম তিন ম্যাচে ছিলেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে 'ডেড রাবারে' একাদশে ফিরলেন রুবেল হোসেন। নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন ডানহাতি এই পেসার।
আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙলেন ডানহাতি পেসার বুবেল হোসেন। নিজের দ্বিতীয় ওভারেই জেমস ম্যাককলামকে ফিরিয়ে দিলেন তিনি।
ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে দারুণ এক ডেলিভারি রুবেলে। অফ স্টাম্পের লেংথ বল ব্যাক ফুট পাঞ্চ করতে চেয়েছিলেন ম্যাককলাম। ঠিকমতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে স্লিপে ধরা পড়েন লিটন দাসের হাতে।
আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা ম্যাককলাম ফিরেন ১০ বলে ৫ রান করে। তারমধ্যে তার একটি চারের মার রয়েছে। উদ্বোধনী জুটি ভাঙে ২৩ রানে।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ফাইনালের অন্য দল ওয়েস্ট ইন্ডিজ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষের আজকের ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টাফিল্ড।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। বৃষ্টির কারণে এমনকি টসও অনুষ্ঠিত হয়নি। ফলে আজকের ম্যাচেই দুই দল প্রথম মুখোমুখি হবে। ফাইনাল নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে বাড়তি চাপ না থাকলেও আইরিশদের বিপক্ষে জয় নিয়েই প্রথম পর্বের খেলা শেষ করতে চায় বাংলাদেশ। সে ক্ষেত্রে আত্মবিশ্বাসটাও চনমনে থাকবে।
বাংলাদেশ দলে চার পরিবর্তন
বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে চারটি। মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে দিয়েছে দল। ফলে একাদশে সুযোগ পেয়েছেন লিটন দাস, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দীন।
একাদশ :
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাব্বির রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন।
আয়ারল্যান্ড : পল স্টার্লিং, জেমস ম্যাককালাম, অ্যান্ডি ব্যালবির্ন, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়ান, মার্ক অ্যাডিয়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র্যানকিন, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।