05/06/2025 বিমান বাংলাদেশ এয়ারলাইন এর সেচ্ছাচারিতা না এতদিনের অনিয়মের ধারাবাহিকতা
odhikar patra
১০ জুলাই ২০১৯ ২১:০২
বাংলাদেশ বিমানের উন্নয় হয়েছে ভাবতে ভালো লাগে আবার অবাক হই কিভাবে সম্ভম ,এতদিনের অনিয়ম বিমান কর্মীদের সেচছাচারিতা, যাএীদের অসহযোগীতা কি ভাবে মিটে গেলো। আজকে বাংলাদেশ বিমানের বিজি ৮৬ ফ্লাইট এর, ৭ঃ১৫ মিনিটে ঢাকা ত্যাগকরার কথা বৃষ্টির কারণে ঢাকাশহর আজ পুরো স্থবির হয়ে যায়, এর পরিপেক্ষিতে হোটেল রেডিসন থেকে জনৈক যাএী কল করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজার জিয়া সাহেব কে অনুরোধ করেন এই বলে আমি আসতেছি রাস্তায় জ্যাম কল করেন ৬ঃ১১ মিনিট এয়ারপোর্টে পৌঁছে ৬ঃ৩০ মিনিট। প্রথমে বোর্ডিপাশ যার দেয় তাদের কাছে গেলে তার হাইকোর্ট, এমন কি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত দেখায় পরে রেজা সাহেবকে কল করলে তিনি ব্যাবস্থা নিতে বল্লে। ডেস্ক কর্মীরা অনিহা নিয়ে ঐ যাএীর কাগজ পএ টিকেট দেখতে দেখতে ২০ মিনিট শেষ করে বলেন আপনার ভিসা নাই, ভদ্র লোক ভিসার সফট কপি দেখালে ও বোডিং পাশ দেয়না, তার পরে ভদ্র লোক যখন প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে প্রিন্ট করে দেয় তখন বাজে ৬ঃ৪৫ আর ফ্লাইট ৭ঃ১৫ কিন্তু বিমান ৪৫ মিন ডিলের করলো কে?? আর ঔ যাএীকে নিলনা কেন , প্রশ্ন থেকেই যায়।