07/02/2025 শিশু সন্তানের জন্য খাবার কিনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট
Mahbubur Rohman Polash
২১ আগস্ট ২০১৯ ০৫:৪৭
শিশু সন্তানের জন্য খাবার কিনতে গিয়ে সুন্দরবন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঢাকাগামী যাত্রী বাদশা হাওলাদার (৪২) নিহত হয়েছেন।
মাদারীপুরের কাঁঠালবাড়ির ৩ নম্বর ফেরি ঘাটে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
শিবচর থানা ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার কথা শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ঘটনার সঙ্গে সঙ্গে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে