05/05/2025 সিরাজদিখানে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
২৯ অক্টোবর ২০১৯ ২১:৪০
মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজদিখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সিরাজদিখানের ১৪টি ইউনিয়নের ১৭৮টি গ্রামে ১ লাখ ৪৪হাজার ৫শত ৪৮ মহিলাকে নিয়ে কাজ করছে উপজেলা তথ্য কর্মকর্তা তথ্য আপা। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা কোলা ইউনিয়নের হাতরপাড়া গ্রামে রুহুল আমিন মুন্সীর বাড়ির উঠানে নারীদের নিয়ে এক উঠান বৈঠকে সিরাজদিখান উপজেলা তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিমের সভাপতিত্বে ও প্রানণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। প্রত্যন্ত অঞ্চলে,বাড়িতে বাড়িতে গিয়ে নারীদের যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, নানা বিষয়ে তথ্য প্রদান ও সচেতন করতে নিরলসভাবে তথ্য আপা কাজ করছে বলে জানিয়েছেন । প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিম বলেন, সরকারের পক্ষ থেকে নারীদের জন্য নানা ধরনের সুযোগ রয়েছে। কিন্তু এসব বিষয়ে তাদের কাছে কোনো তথ্য না থাকার ফলে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থার অধীন ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পর ২য় পর্যায়ের কাজ এগিয়ে চলছে। তথ্য আপারা যতই চেষ্টা করুক, নারীরা যদি এগিয়ে না আসে তাহলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে না। একারণে নারীদেরকেও এগিয়ে আসতে হবে। এসময় আরো বক্তব্য রাখে সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামিনা আক্তার তুহিন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিম প্রমূখ।