05/05/2025 নারী নির্যাতনের মামলায়
odhikar patra
১৬ নভেম্বর ২০১৯ ১৬:১৩
যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতনের মামলায় মাসুদ আলম নামে এক শিক্ষককে চৌমুহনীতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করলে শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। মাদুস আলম বেগমগঞ্জ উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত মোহাম্মদ নুরনবীর ছেলে ও স্থানীয় ৬২নং রাজুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বিবরণে জানা গেছে, মাসুদের সঙ্গে মাইজদীস্থ মৃত হেদায়েত উল্যার কন্যা রাজিয়া সুলতানা জ্যোতির বিয়ে হয়। বিয়ের পর জ্যোতিকে যৌতুকের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। নিরুপায় হয়ে জ্যোতি থানায় মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করে।