05/14/2025 নতুন করে শপথ নিয়েছেন ভাসানীর মৃত্যুবার্ষিকীতে
odhikar patra
১৭ নভেম্বর ২০১৯ ১৫:১১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘ভাসানীর মৃত্যুবার্ষিকীর এই দিনে আমরা নতুন করে শপথ নিচ্ছি- যে পর্যন্ত গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে না পারি ততদিন ক্ষান্ত হব না।’। সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩ তম ওফাত বার্ষিকীতে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা বলে তিনি।
এসময় তিনি বলেন, মাওলানা ভাসানী কখনো ক্ষমতার রাজনীতি করেন নাই। আজ দেশে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই দেশে স্বৈরশাসন চালাচ্ছে। কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশে এখন কোন গনতন্ত্র নেই। জোর করে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামছুজ্জামান দুদু, শ্রমিক দলের কেন্দ্রী সভাপতি আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।