odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

সাধারণ ছুটিকালীন নিজ নিজ বর্তমান আবাসস্থলে অবস্থানের পরামর্শ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ March ২০২০ ২৩:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ March ২০২০ ২৩:৩৭

 

 

ঢাকা, ২৪ মার্চ, ২০২০ : করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন নিজ নিজ বর্তমান আবাসস্থলে অবস্থান করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের প্রতি পুনরায় পরামর্শ দেয়া হয়েছে।
আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ২৩ মার্চ সাধারণ ছুটিসহ ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন। লক্ষ্য করা যাচ্ছে করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে নিজ নিজ বর্তমান আবাসস্থলে অবস্থানের জন্য যে ছুটির ব্যবস্থা সরকার করেছে তার লক্ষ্য ও উদ্যেশ্যের ব্যত্যয় ঘটিয়ে অনেকেই ছুটি কাটাতে গ্রামের বাড়ি বা আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন। এমনকি বিভিন্ন উৎসবে যোগ দিচ্ছেন, যা মোটেও কাম্য নয়।
মন্ত্রণালয়ের এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি ছুটিকালিন গ্রামের বাড়িতে, অন্য কোনো উৎসবে বা বাড়ির বাইরে না গিয়ে নিজ নিজ বর্তমান আবাসস্থলে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়েছে। ঘোষণাটি গুরুত্বের সাথে গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: