odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 26th January 2026, ২৬th January ২০২৬
হলিউড তারকায় ভরপুর ৮৩তম গোল্ডেন গ্লোবস, সিনেমা ও টেলিভিশনে সেরা কারা জানুন একনজরে

লাল গালিচার রাত: গোল্ডেন গ্লোবস ২০২৬-এ যারা জিতলেন সেরা পুরস্কার

odhikarpatra | প্রকাশিত: ২৬ January ২০২৬ ২১:১৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ January ২০২৬ ২১:১৯

বিনোদন প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের ৮৩তম আসর। বাংলাদেশ সময় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ভোরে লাল গালিচায় হাজির হন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন, জ্যাকব এলোর্ডি, নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া দম্পতিসহ বিশ্বখ্যাত তারকারা।

টানা দ্বিতীয়বারের মতো একক সঞ্চালনায় বিশেষ নজির গড়েছেন জনপ্রিয় কমেডিয়ান নিকি গ্লেজার। অনুষ্ঠানজুড়ে ছিল গ্ল্যামার, আবেগ আর বিনোদনের অনন্য মেলবন্ধন।

নিচে এক নজরে দেখে নেওয়া হলো গোল্ডেন গ্লোবস ২০২৬-এর গুরুত্বপূর্ণ বিজয়ীদের তালিকা—

 সিনেমা বিভাগ

  • বেস্ট ফিল্ম (ড্রামা): হ্যামনেট
  • বেস্ট ফিল্ম (মিউজিক্যাল/কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • বেস্ট ডিরেক্টর: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • বেস্ট স্ক্রিনপ্লে: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: সিনারস
  • বেস্ট অ্যাকটর (ড্রামা): ওয়াগনার মোর‌া (দ্য সিক্রেট এজেন্ট)
  • বেস্ট অ্যাকট্রেস (ড্রামা): জেসি বাকলি (হ্যামনেট)
  • বেস্ট অ্যাকটর (মিউজিক্যাল/কমেডি): টিমোথি শ্যালামেট (মার্টি সুপ্রিম)
  • বেস্ট অ্যাকট্রেস (মিউজিক্যাল/কমেডি): রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ)
  • বেস্ট সাপোর্টিং অ্যাকটর: স্তেলান স্কারসগার্দ (সেন্টিমেন্টাল ভ্যালু)
  • বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস: টিয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • বেস্ট নন-ইংলিশ ফিল্ম: দ্য সিক্রেট এজেন্ট
  • বেস্ট অ্যানিমেটেড ফিল্ম: কেপপ ডেমন হান্টারস
  • বেস্ট অরিজিনাল স্কোর: লুডভিগ গোরানসন (সিনারস)
  • বেস্ট অরিজিনাল সং: গোল্ডেন (কেপপ ডেমন হান্টারস)

 টেলিভিশন বিভাগ

  • বেস্ট টিভি সিরিজ (ড্রামা): দ্য পিট
  • বেস্ট টিভি সিরিজ (মিউজিক্যাল/কমেডি): দ্য স্টুডিও
  • বেস্ট লিমিটেড/অ্যান্থলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
  • বেস্ট অ্যাকটর (ড্রামা): নোয়া ওয়াইল (দ্য পিট)
  • বেস্ট অ্যাকট্রেস (ড্রামা): রিয়া সিহর্ন (প্লারিবাস)
  • বেস্ট অ্যাকটর (মিউজিক্যাল/কমেডি): সেথ রোজেন (দ্য স্টুডিও)
  • বেস্ট অ্যাকট্রেস (মিউজিক্যাল/কমেডি): জিন স্মার্ট (হ্যাকস)
  • বেস্ট অ্যাকটর (লিমিটেড/অ্যান্থলজি): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
  • বেস্ট অ্যাকট্রেস (লিমিটেড/অ্যান্থলজি): মিশেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)
  • বেস্ট সাপোর্টিং অ্যাকটর (টিভি): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
  • বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস (টিভি): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)

 অন্যান্য বিভাগ

  • বেস্ট স্ট্যান্ডআপ কমেডি (টিভি): রিকি গার্ভেইস (রিকি গার্ভেইস: মর্টালিটি)
  • বেস্ট পডকাস্ট: গুড হ্যাং উইথ অ্যামি পোহেলার

🌟 লাল গালিচার রাত: গোল্ডেন গ্লোবস ২০২৬-এ যারা জিতলেন সেরা পুরস্কার

 #GoldenGlobes2026 #গোল্ডেন_গ্লোবস #হলিউড_সংবাদ #বিনোদন_নিউজ #লাল_গালিচা #অধিকারপত্র

হাঁকিকুল ইসলাম খোকন 

যুক্তরাস্ট্র প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: