odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

সাংবাদিক মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ April ২০২০ ০১:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ April ২০২০ ০১:৩৩

 

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২০  : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনতার সাবেক সম্পাদক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, তিনি দৈনিক জনতা ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা ও দি ডেইলি অবজারভারে সাংবাদিকতার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারালো।
খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জু বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।



আপনার মূল্যবান মতামত দিন: