odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 27th January 2026, ২৭th January ২০২৬

সিরাজদিখানে ঘুষ নেওয়ায় ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত।

ahsanul islam | প্রকাশিত: ৩ September ২০২০ ০৬:০১

ahsanul islam
প্রকাশিত: ৩ September ২০২০ ০৬:০১

সিরাজদিখানে ঘুষ নেওয়ায় ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত।

মোঃ আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজদিখানের মালখানগর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো: শামীম বেপারীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
২ সেপ্টেম্বর বুধবার বিকালে অফিস আদেশে তার বিরুদ্ধে ঘুষের আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি হিসেবে সাময়িক ভাবে বরখাস্ত করে জেলা প্রশাসন। সে ভূমি সংক্রান্ত কাজে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে আর্থিক লেনদেন করে। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পায় কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ( আরডিসি ) আঁখিনুর জাহান নীলা জানান, মালখানগর ভূমি ভফিসের অফিস সহায়ক শামীমের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায় চাকুরীবিধি লঙ্ঘন করায় সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা কার্যক্রম চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: