odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

সিরাজদিখানে সি আর দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত। 

ahsanul islam | প্রকাশিত: ৫ September ২০২০ ০৪:২৬

ahsanul islam
প্রকাশিত: ৫ September ২০২০ ০৪:২৬

সিরাজদিখানে সি আর দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত। 


মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় বীর,বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) প্রয়াত চিত্ত রঞ্জন দত্ত (সি.আর ) দত্তকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা শাখার যৌথ আয়োজনে  ৪ সেপ্টেম্বর শুক্রবার ৪ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলার সভাপতি এড. অজয় চক্রবর্তী,মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক  শামসুল হক,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদার। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলা সহ-সভাপতি শ্যামল চন্দ্র রায়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী। বিশেষ আলোচক ছিলেন,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বলরাম বাহাদুর।

সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটি জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি তাপস কুমার দাস। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন রোজারিও প্রমুখ । 



আপনার মূল্যবান মতামত দিন: