odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে ১৮ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ,আটক ৩ জন।

ahsanul islam | প্রকাশিত: ১১ September ২০২০ ০৭:৩৩

ahsanul islam
প্রকাশিত: ১১ September ২০২০ ০৭:৩৩

মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে ১৮ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ,আটক ৩ জন।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ  সদর থানা পুলিশ  ও মুক্তারপুর নৌ পুলিশের যৌথ অভিযানে  ৩৭০৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁনের নেতৃত্বে ও সদর থানার সাব ইন্সপেক্টর মোঃ বেলাল হোসেন সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে সদরের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩৭০৮ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়। 

জব্দ করা কা‌রেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ ৫৪ হাজার টাকা। 

এ বিষয়ে পুলিশ জানায়,বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ টায় এছাড়াও ৩০০ পিস ববিন জব্দ করা হয়।যার মূল্য ৯ হাজার টাকা।এসময় জড়িত ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন গোসাইবাগ এলাকার রাফি হাওলাদারের ছেলে খোকা হাওলাদার, মিরেশর খালাসি এলাকার নাছির উদ্দিনের ছেলে জয় এবং উত্তর চড়মুশুরিয়া এলাকার নূর দেওয়ের ছেলে ইমন। অভিযানের টের পেয়ে এসময় ২ জন পালিয়ে যায়। পলাতক আসামীরা হচ্ছে 

গোসাইবাগ এলাকার মৃত আলমাস হাওলাদারের ছেলে মোঃ মহিউদ্দিন হাজারি ও গোসাইবাগ বেপারী বাড়ি এলাকার দুলাল মাতব্বরের ছেলে নাজমুল।



আপনার মূল্যবান মতামত দিন: