odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

মুন্সীগঞ্জে র‌্যাব অভিযানে গাজা গাছ সহ মাদক ব্যবসায়ী আটক।

ahsanul islam | প্রকাশিত: ১৮ September ২০২০ ০৯:১১

ahsanul islam
প্রকাশিত: ১৮ September ২০২০ ০৯:১১

মুন্সীগঞ্জে র‌্যাব অভিযানে গাজা গাছ সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা থেকে  ৯টি গাজা গাছ সহ  বৃহস্পতিবার (১৭ ‍সেপ্টেম্বর ) দুপুরে গোলাম সারোয়ার (৩৭) নামে মাদক ব্যবসায়ীকে আটক র‌্যাব।

র‌্যাব জানায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল মান্দ্রা সাকিনস্থ জৈনক জয়নাল আবেদীন যোসেফ সরদারের বসত ঘরের পূর্ব-দক্ষিণ দিকে খালি জায়গায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে চাষাবাদের জন্য গাঁজা গাছ রোপনের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় গাঁজা গাছ সহ গোলাম সারোয়ারকে (৩৭) আটক করে র‌্যাব। সে মাদক ব্যবসায়ী এবং ওই এলাকার জয়নুল আবেদীনের ছেলে।

র‌্যাব আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে ব্যবসা চালিয়ে আসছে। এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে নিজের চাষাবাদের মাদকদ্রব্য গাঁজা পাইকারী ভাবে বিক্রয় করে বলে জানায়। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।

র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: