odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

সিরাজদিখানে পশ্চিম ব্রজেরহাটি একতা যুব সংঘ সামাজি  সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত।

ahsanul islam | প্রকাশিত: ১৯ September ২০২০ ০৮:০৮

ahsanul islam
প্রকাশিত: ১৯ September ২০২০ ০৮:০৮

সিরাজদিখানে পশ্চিম ব্রজেরহাটি একতা যুব সংঘ সামাজি  সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে পশ্চিম ব্রজেরহাটি একতা যুব সংঘ নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা  অনুষ্ঠিত।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় উপজেলার বাসাইল ইউরনয়নের ব্রজেরহাটি মাঠে  অনুষ্ঠিত পরিচিতি সভা ও অভিষেক  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ.এম নজরুল ইসলাম টিটু।
সংগঠনের সভাপতি মোঃমনির আহমেদ এর সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ.এম জহিরুল ইসলাম লিটু।

উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মেম্বার,মোরাদ মেম্বার,মোঃতাপছির আল-বাহার,দুলাল মিয়া,নূরুল ইসলাম মিয়া প্রমুখ ।

পরিচিতি পর্বের পর সংক্ষিপ্ত আলোচনা প্রধান অতিথি বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে  সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে “পশ্চিম ব্রজেরহাটি একতা যুব সংঘ” কাজ করে যাবে বলে  আশাবাদ প্রকাশ করেন।

সংগঠণে সাফল্যতা কামনা করে মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: