odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫
এনএসআই এর তৎপরতার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়

ব্রুনাইয়ে মানব পাচারকারীর মূলহোতা হিমু গ্রেপ্তার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ September ২০২০ ০৩:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ September ২০২০ ০৩:৪৪

ব্রুনাইয়ে মানব পাচারকারীর মূলহোতা শেখ আমিনুর রহমান হিমুকে, দীর্ঘ দিন যাবত এনএসআই মনিটর করে আসছিল।

 হিমু ৪০০ লোককে অবৈধভাবে ব্রুনাই এ পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং সে সমস্ত লোক অনেক কষ্ট করে কাজ না পেয়ে দেশে ফিরে এসেছে।

তার এই অবৈধ কাজে অনেক নামীদামী লোক সহায়তা করেছে।

গত ২২/০৯/২০২০ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার আমিনুর রহমান হিমু গুলশান উপ পুলিশ কমিশনার অফিসে অবস্থান করছিলেন। এনএসআই এর তৎপরতার কারণে তাকে আনুমানিক রাত ২২:১৫ ঘটিকায় গ্রেপ্তার করা হয়।

এনএসআই এবং RAB-3 এর যৌথ অভিযানে আমিনুর রহমান হিমুকে ২ টি লোডেড ম্যাগজিন ও একটি পিস্তলসহ আটক করা হয়। তার নিকট থেকে সর্বমোট ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষদের ঠকিয়ে অবৈধ পন্থায় বিদেশে পাঠিয়ে তাদের প্রত্যেকের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন ।



আপনার মূল্যবান মতামত দিন: