odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 27th January 2026, ২৭th January ২০২৬

”এক কেজি মিষ্টির খালি বক্সের ওজনই ১৭৬ গ্রাম,জরিমানা”

ahsanul islam | প্রকাশিত: ২৪ September ২০২০ ১৪:৫৩

ahsanul islam
প্রকাশিত: ২৪ September ২০২০ ১৪:৫৩

এক কেজি মিষ্টির খালি বক্সের ওজনই ১৭৬ গ্রাম,জরিমানা

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জালিয়াতি ধরা পরায়  মিষ্টির দোকানকে  দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর বাজারে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানকে  জরিমানা করে।

মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ  অভিযান পরিচালনা করেন।

আসিফ আল আজাদ জানান, মিষ্টির বক্সের ওজন বাড়িয়ে কারচুপি করায় অভিযুক্ত মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য বিক্রি করায় একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে। অভিযানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার জন্য আহবান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: