odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই সংশ্লিষ্টদের করোনার টিকা দেয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ February ২০২১ ২০:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ February ২০২১ ২০:০৫

নিজস্ব প্রতিবেদন



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৩০শে মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই শিক্ষক-কর্মচারীদের করোনার টিকা নিতে হবে।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যম্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান সরকার শিক্ষার হার ৭৪.৪ ভাগে উন্নীত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'শিক্ষার মান উন্নয়ন জন্য সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষা কার্যক্রম ডিজিটালাইজও করা হয়েছে।'

করোনা মহামারীর কারণে স্কুল কলেজে ঘোষিত ছুটি শেষ হচ্ছে জানিয়ে ৩০শে মার্চের আগে শিক্ষক কর্মচারীদের করোনার টিকা নেয়ার নির্দেশ দেন তিনি।

সেই সাথে ছাত্রীর সংখ্যা বাড়লেও ছাত্রের সংখ্যা কমছে উল্লেখ করে এ বিষয়টির দিকে বিশেষ নজর দেয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের এই ধারা অব্যাহত রাখতে উপযুক্ত শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: