odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ধামরাই শরীফবাগ এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার।

Biplob | প্রকাশিত: ১৫ March ২০২১ ০১:১১

Biplob
প্রকাশিত: ১৫ March ২০২১ ০১:১১

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকেঃ-ধামরাইয়ের শরীফভাগের রাস্তার পাশের একটি আম গাছ থেকে জুলমত আলী (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শরীফবাগ ফুলকুঁড়ি স্কুলের পাশে রাস্তার একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ডের আইঙ্গন এলাকার মৃত ফকির মাহমুদের ছেলে জুলমত আলী।

তিনি আইঙ্গন বাজারে চা-পান বিক্রি করতেন এবং রাতের বেলায় আইঙ্গন বাজারে নাইটগার্ড হিসেবে কাজ করতেন।স্থানীয়রা জানায়, সকালে রাস্তায় হাটতে এসে দেখতে পাই জুলমত কাকা গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে লোকজন জড়ো হয়। ধামরাই থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি ঋণগ্রস্থ ছিলো।

এর জন্যও আত্নহত্যা করতে পারে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঋণগ্রস্থ থাকার কারনে পারিবারিক কলহের জেরে আত্নহত্যা করার সম্ভাবনা রয়েছে, তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: