odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক

Biplob | প্রকাশিত: ৩১ March ২০২১ ১৮:৩৫

Biplob
প্রকাশিত: ৩১ March ২০২১ ১৮:৩৫

বিপ্লব,সাভারঃ রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ ।

রাতে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব ৪ বলছে,রাজধানীর গাবতলী এলাকায় মাদক ব্যবসায়ী হানিফ (৪৫) ও তমাল হোসেন ভারতীয় ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী হানিফ ও তমালকে আটক ও একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৫৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব বলছে আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিলো।

এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: