odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 26th January 2026, ২৬th January ২০২৬

সাভারের আশুলিয়ায় কম্বল মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

Biplob | প্রকাশিত: ২৪ April ২০২১ ০০:১৬

Biplob
প্রকাশিত: ২৪ April ২০২১ ০০:১৬

বিপ্লব,সাভারঃ সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে কম্বল মোড়ানো অবস্থায় সাজ্জাত হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ( ২২ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার বুড়িবাজার এলাকায় আব্দুল মান্নানের ৬ তলা ভবনের ৫ তলার একটি ফ্লাট থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারনা, ঘর একা পেয়ে শিশুটিকে হত্যা করে সব কিছু লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

নিহত শিশু সাজ্জাত হোসেন ভোলা জেলার সদর থানার ইউসুফ হোসেনের ছেলে। বর্তমানে ইউসুফ তার স্ত্রী ও নিহত শিশু সাজ্জাতসহ আশুলিয়ায় বসবাস করে আসছিলো।

পরিবারের দাবী, স্বামী-স্ত্রী দুইজনই কর্মজীবি। প্রতিদিনের মতো কাজ শেষে শিশুর মা আগে বাড়ি ফিরেন ।

শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ঘরের বাথরুমের উপরের ফলসছাদের ভিতরে কম্বলে মোড়ানো অবস্থায় দেখতে পায়। পাশাপাশি ঘরে টাকা ও স্বর্ণাংলাকার লুট হয়।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: