odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 26th January 2026, ২৬th January ২০২৬

সিংগাইর লক ডাউনে আন্তঃজেলা অতিক্রম করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

Biplob | প্রকাশিত: ৯ May ২০২১ ০৪:৫৯

Biplob
প্রকাশিত: ৯ May ২০২১ ০৪:৫৯

এফ এম ফজলুল হক ফজলু (সিংগাইর) মানিকগঞ্জ প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লক ডাউনে
যাত্রীবাহী গাড়ী আন্তঃজেলা অতিক্রম করা সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

স্বাস্থ্য বিবি ও সরকারি আদেশ অমান্য করায় আজ হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়ক ধল্লা ব্রীজের পশ্চিম পাশে পুলিশ ফাঁড়ীর সামনে উপজেলা নির্বাহী অফিসার ও
এক্সিকিউটিভ অফিসার রুনা লায়লা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ১০ টি যাত্রীবাহী গাড়ীর চালককে
৩৭ হাজার টাকা জরিমানা করেছে।

এবং বিশেষ কারণ দর্শানো বহু চালককে
জরিমানা না করে বিকল্প রাস্তায় যানবাহন থামিয়ে জনসাধারণের সেবার লক্ষ্যে
ফেরত পাঠিয়েছে এবং অটোরিকশা, হ্যালোবাইকে অতিরিক্ত যাত্রী নিয়ে আসা
সকলকে নামিয়ে দিয়েছেন নির্বাহী অফিসার।

সকাল ১২ ঘটিকা হতে বিকাল ৩ টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। পুলিশ, সাংবাদিক ও স্থানীয় মেম্বার সহোযোগিতায় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: