odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ইনকিলাব সাংবাদিক আব্দুর রহিমের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

Biplob | প্রকাশিত: ৭ August ২০২১ ০২:১৯

Biplob
প্রকাশিত: ৭ August ২০২১ ০২:১৯

দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ধানমন্ডির ল্যাব এইড শাখার কোভিড-১৯ সেকশনের আইসিইউ’র ২০ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।
দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আব্দুর রহিমের ইন্তেকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। গভীর শোক প্রকাশ করেন।

মরহুম আব্দুর রহিমের স্ত্রী, ও ২ মেয়েও করোনায় আক্রান্ত। পরিবারের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামান করা হয়েছে।
আজ বাদ এশা খিলগাঁও তিলপাপাড়া মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: