odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 26th January 2026, ২৬th January ২০২৬

নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২৫ March ২০২২ ১৯:৩৫

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৫ March ২০২২ ১৯:৩৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সকালে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি আজিজুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী পিকআপ ভ্যান। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: