odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 26th January 2026, ২৬th January ২০২৬

মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল 

| প্রকাশিত: ২১ April ২০২২ ১০:১১


প্রকাশিত: ২১ April ২০২২ ১০:১১

মুন্সিগঞ্জ প্রতিনিধি :  মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জেলা আইনজীবি সমিতির ভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।  

জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক শাহিন মোঃ আমান উল্লাহ শাহিন, অ্যাডভোকেট সোহানা তাহমিনা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, আইনজীবি, প্রশাসনিক কর্মকর্তাগণ। ইফতারের আগে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথিরা। 



আপনার মূল্যবান মতামত দিন: