odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
জানা অজানা মানুষের হাহাকার

বাংলাদেশ থেকে বহিঃবিশ্বে কর্মী প্রেরণের ইতিহাস

| প্রকাশিত: ২৪ April ২০২২ ১০:৫২


প্রকাশিত: ২৪ April ২০২২ ১০:৫২

বাংলাদেশ থেকে বহিঃবিশ্বে কর্মী প্রেরণের ইতিহাস অনেক পুরনো। এরই ধারাবাহিকতায় কোন নিয়ম কানুন ছাড়াও বিদেশে কাজের জন্য অবৈধ পথেও অনেক কর্মী যাচ্ছে। একদিকে সরকারের পদ্ধতি লাইসেন্স, রিক্রুটিং এজেন্সি, জনশক্তি , কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিধি মতে লোক প্রেরণ করছে  অপরদিকে সব আইন কানুন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের বর্ডার পার হয়ে যাচ্ছে অসংখ্য বাংলাদেশের নাগরিক। এই লোকগুলো বিপদে পড়লেই কেবল জানা যায় তখন বিপদ থেকে উদ্ধার করা হচ্ছে কি না এ নিয়ে মানকবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও, মিডিয়া  এবং সরকার সোচ্চার হয়। কিন্তু অনিষ্টের সূত্র আড়ালেই রয়ে যায়। এটি সুস্পষ্ট মানব পাচার অপরাধ এবং গুরুতর শাস্তি। জানা গেছে  মালয়েশিয়ায় মানব পাচার সংক্রান্ত আন্দামান ট্র্যাজেডির হোতাদের বিচার অদ্যাবধি তিমিরেই রয়ে গেছে। অধিকার আদালতেও হিমশিম খাচ্ছে।

চ ল মা ন , , , , , ,



আপনার মূল্যবান মতামত দিন: